পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ ২০২৪ অনলাইন আবেদেন পক্রিয়া চালু হয়েগেছে। west Bengal gram panchayat recruitment 2024,Apply online

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিম বঙ্গে গ্রাম পঞ্চায়েত ২০২৪ নিয়োগ পক্রিয়া চালু হয়ে গেছে।যে সমস্ত চাকরি প্রার্থীরা গ্রাম পঞ্চায়েত দপ্তরে চাকরি করার জন্য ইচ্ছুক তাদের জন্য সুখবর।গ্রাম পঞ্চায়েত দপ্তরে ৬৬২৫টি শূন্যপদ রয়েছে।পশ্চিম ব্যাঙের ২৩টি জেলা থেকে আবেদন করতে পারবেন।ইচ্ছুক প্রার্থীরা অনলাইন আবেদন কিভাবে করবেন তা জানার জন্য পড়া চাইতে যান

কিভাবে আবেদন করতে হবে,শিক্ষাগত যোগ্যতা,বয়স,বেতন,বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:যে কোনো স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম অষ্টম শ্রেনি পাস মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক,স্নাতক হয়ে থাকলে সহজেই আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি= চাকরি প্রার্থীরা আবেদন করতে অনলাইন এ আবেদন করতে হবে.এরই মধ্যে আবেদন পক্রিয়া চালু হয়ে গিয়েছে।আপনারা সংস্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।এই প্রতিবেদন এর নিচে অফিসিয়াল লিংক প্রদান করা হয়েছে সেখানে গিয়ে সরাসরি ঘরে বসে মোবাইল এবং ল্যাপটপ এ আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদ=গ্রাম পঞ্চায়েত দপ্তরে মোট ৬৬৫২টি শূন্যপদে চাকরি প্রার্থী দের বিভিন্ন স্তরে নিয়োগ করা হবে

আবেদন ফী=এখানে ৬৬২৫টি শুন্য পদে চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য কোনো ফী লাগবে না। আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে দেখে নিন

নিয়োগ পক্রিয়া = চাকরি প্রাথী দের সর্ব প্রথমে অনলাইন আবেদন করার পর লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা পাস হলে ইন্টারভিউ দিতে হবে। এখানে বিভিন্ন পোস্ট এর জন্য বিভিন্ন সিলেবাস রয়েছে। আপনাদের সুবিথার্থে নিচে লিংক দেয় আছে সেখানে গিয়ে আপনারা ক্লিক করে সিলেবাস দেখে পরীক্ষার জন্য প্রতুৎ হতে পারবেন।

বয়স সীমা =গ্রাম পঞ্চায়েত পদের আবেদন করার জন্য নুন্নতম ১৮ বছর থেকে ৮০ বছর বয়স পর্যন্ত প্রার্থী রা আবেদন করতে পারবেন।
এছাড়াও সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়স এর চার পাবেন।

official Notice-Click Here

official Website-https://prd.wb.gov.in

Please enable JavaScript in your browser to complete this form.
Name