Site icon karmosathi.com

মাধ্যমিক পাশে সরাসরি ইন্টরভিউ এর মাধ্যমে ভলেন্টিয়ার নিয়োগ,এখুনি আবেদন করুন-West Bengal volunteer recruitment 2024,Apply now

ইতিমধ্যে রাজ্যে ভলান্টিয়ার পদে নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। চাকরি প্রার্থীদের জন্য সুখবর সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। যে সকল প্রার্থী রা মাধ্যমিক পাস করে বসে আছেন একটি কাজের আসায় রয়েছেন তাদের জন্য আবেদন পদ্ধতি,নিয়োগ পদ্ধতি,বেতন,বয়সসীমা ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত প্রতিবেদন টি পড়ুন। চাকরি প্রার্থী দের নিজ নিজ পঞ্চায়েত বা পৌরসভায় কাজ পাবেন।

পদের নাম ও শূন্যপদ

পশ্চিমবঙ্গ ভলান্টিয়ার পদে নিয়োগ করার জন্য মোট দুটি শুন্য পদে কর্মী নিয়োগ করবে। পদের নাম হলো পার্শ্ব আইনি সহায়িকা (Para Legal Volunteer, PLV)।

বয়সসীমা

উপরুক্ত পদের জন্য চাকরি প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ থেকে উচ্চতম বয়সের কোনো উর্ধসীমা নেই।তবে এই পদে আবেদন করার জন্য পার্থীকে শারীরিক সক্ষম হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

পার্শ্ব আইনি সহায়িকা (Para Legal Volunteer, PLV)পদে আবেদন করার জন্য প্রার্থী কে নুন্নতম যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে।

বেতন

এই পদে সে সমস্ত চাকরি প্রার্থী রা চাকরি পাবেন তাদেরকে দিনে ৫০০ টাকা রোজ হিসেবে কাজ করতে হবে। এটি কোনো সরকারি স্থায়ী কাজ নয় সপ্তাহে দু থেকে তিন দিন কাজ পাবেন। সমাজ সেবী মূলক কাজ,আগ্রহী প্রার্থী আবেদন করতে পারেন

নিয়োগ পদ্ধতি

এখানে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।দক্ষিণ দিনাজ পুরের স্থায়ী বাসিন্দা হতে হবে।

ইন্টারভিউ তথ্য

তারিখ৪ঠা জুন ২০২৪
সময়সকাল ১১টা
স্থানদক্ষিন দিনাজপুর, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস

আবেদন পদ্ধতি

এখানে কোনো আবেদন ফর্ম দেওয়া নেই। অতয়েব নিজের বায়ো ডাটা, অরিজিনাল ও একটি করে ফটো কপি প্রয়োজনীয় ডকুমেন্ট ইন্টরভিউর দিন সঙ্গে করে নিয়ে যাবেন।

  1. এক কপি বায়োডাটা,
  2. বয়সের প্রমানপত্র,
  3. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র,
  4. আধার/ভোটার কার্ড / ড্রাইভিং লাইসেন্স (যেকোন একটি),
  5. স্থায়ী বাসিন্দার প্রমানপত্র (কাউন্সিলর/পঞ্চায়েত প্রধানের কাছে প্রাপ্ত),
  6. এক কপি রঙিন ছবি।

Exit mobile version