Site icon karmosathi.com

জেলা আদালত গ্রুপ ড পদে কর্মী নিয়োগ, আবেদন শুরু হয়েগেছে।West Bengal Group D Recruitment 2024,Apply online

চাকরি প্রার্থীদেড় জন্য বিরাট বোরো সুখবর নুন্নতম অষ্টম শ্রেণী পাশে বিভিন্ন পদে জেলা আদালত এ নিয়োগ।বাঁকুড়া জেলা আদালত বিষজ্ঞপ্তি জারি করেছে,৯৯ টি বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে। চাকরি প্রার্থীদের কে জানানো হচ্ছে যে অনলাইন আবেদন শুরু হয়েগেছে।কোন কোন পদে নিয়োগ করা হবে,ভিন্ন পদের শিক্ষাগত যোগ্যতা,আবেদন কিভাবে করবেন সমস্ত তথ্য জানার জন্য প্রতিবেদন টি শেষ পর্যন্ত পড়ুন।

,

নিয়োগকারি সংস্থা

Office of the District Judge Bankura

পদের নাম ও শুন্য পদ

জেলা আদালত বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা নিম্নে উল্লেখ করা হলো।

পদের নাম শুন্য পদ
Upper Division Clerk 09
Lower Division Clerk 39
Seal Bailiff03
Process Server09
Group D (Peon/Night Guard/Farash)39
মোট শুন্য পদ99

বয়সসীমা

উল্লেখিত উপরের পদ গুলি আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে নুন্নতম ১৮ থেকে ৪০ বছর বয়স পর্য্যন্ত আবেদন করতে পারবেন। SC/ST প্রার্থী রা ৫ বছর বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

উপরউক্তি পদ গুলির জন্য আবেদন করার যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা লাগবে নিচে উল্লেখ করা হলো।

Upper Division Clerk : যে কোনো সরকারি ও বেসরকারি স্বীকৃত বোর্ড থেকে নুন্নতম স্নাতক পাস হতে হবে। Lowe Division Clerk : লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো সরকারি ও বেসরকারি স্বীকৃত বোর্ড থেকে নুন্নতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। Seal Bailiff : যে কোনো সরকারি ও বেসরকারি স্বীকৃত বোর্ড থেকে নুন্নতম মাধ্যমিক পাস যোগ্যতা বা সমতুল যোগ্যতা থাকতে হবে। Process Server : যে কোনো সরকারি ও বেসরকারি স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা বা সমতুল যোগ্যতা থাকতে হবে। Group D : যে কোনো সরকারি ও বেসরকারি স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাস থাকা চাই বা সমতুল যোগ্যতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি

অফিসিয়াল বিজ্ঞতিতে বলে দেয়া আছে সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।

১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে রেজির্ট্রেশন করতে হবে।
২) লাইন ঈদ এবং পাসওয়ার্ড দিয়ে ফর্ম টি নির্ভুল ভাবে ফিল up করতে হবে যাবতীয় তথ্য প্রদান করে।
৩) ফর্ম টির একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দিতে হবে।

বেতন

নিয়োগ পদ্ধতি

প্রধানত তিনটি ধাপে নিয়োগ করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা নেয়া হবে,পাস প্রার্থীদের কম্পিউটার টেস্ট হবে.পাস করলে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকশন করে নিয়োগ করা হবে।

গুরুত্ব পূর্ণ তারিখ

আবেদন শুরু২৪শে মে ২০২৪
আবেদনের শেষ তারিখ২৪শে জুন ২০২৪ তারিখ

প্রয়োজনীয় লিঙ্ক

Exit mobile version