Site icon karmosathi.com

পশ্চিমবঙ্গে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাসে গ্রুপ D পদে কর্মী নিয়োগ।West Bengal eight pass group D Recruitment

আপনি কি অষ্টম পাশে চাকরি খুজঁছেন? যদি হ্যাঁ তাহলে এই প্রতিবেদন টি শুধু মাত্র আপনার জন্য। Adyapeath Annada Polytechnic College গ্রুপ ড পদে প্রচুর সংখক কর্মী নিয়োগ করছে। বিস্তারিত তথ্য,বয়স শিমা,মাসিক বেতন,আবেদন কিভাবে করবেন ইত্যাদি বিষয়ে জানতে এই প্রতিবেদন টি শেষ পর্যন্ত পড়ুন।

নিয়োগকারী সংস্থা

Adyapeath Annada Polytechnic College

পদের নাম

Group-D

শিক্ষাগত যোগ্যতা

উল্লেখিত গ্রুপ ড পদের আবেদন করার জন্য চাকরি প্রার্থী কে হতে হবে নূন্যতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে।

বয়স সীমা

উল্লেখিত গ্রুপ ড পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীর সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্ছ ৪০ বছর বয়স হতে হবে।SC/ST প্রার্থী দেড় ৫ বছরের বয়সের ছাড়।।

আবেদন পদ্ধতি

আবেদন করার জন্য প্রার্থী কে সর্ব প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এ ভিসিট করতে হবে যার লিংক নিচে দেওযা আছে। এর পর লিংক ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। প্রয়োজন অনুসারে যাবতীয় তথ্য প্রদান করে.আবেদন ফর্ম টি প্রিন্ট আউট করে রেখে দিতে হবে।

মোট শুন্যপদ

গ্রুপ ড পদের জন্য ,মোট ১০ টি শূন্যপদ রয়েছে।

নিয়োগ পদ্ধতি

রাজ্য সরকার কর্তৃক গঠিত ‘নির্বাচন কমিটির’ মাধ্যমে নিয়োগ করা হবে।

বেতন পক্রিয়া

WBS (ROPA) বিধিমালা, 2019 এর অধীনে নির্দিষ্ট বেতন ম্যাট্রিক্সে বেতন স্তর 1 (Rs. 17,000 – 43,600/-) এবং প্রচলিত নিয়মের অধীনে গ্রহণযোগ্য অন্যান্য ভাতা।

Download Official Notice :Click Here

Apply Online: Click Here

 

Go to the full page to view and submit the form.

Exit mobile version