Site icon karmosathi.com

শ্যামা প্রাসাদ মুখার্জী জাহাজ বন্দর এ ৪৬৫০০ মাসিক বেতনে কর্মী নিয়োগ,আবেদন অফলাইনে-Syama Prasad Mukherjee port Recruitment 2024

Syama Prasad Mukherjee port Recruitment 2024: সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য বিরাট বোরো সুখবর শ্যামা প্রাসাদ মুখার্জী বন্দরে প্রচুর সংখ্যক শুন্য পদে নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। বহু দিন ধরে যে সকল চাকরি প্রার্থীরা সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নুন্নতম গ্রাডুয়েশন পাশে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন,বয়স সীমা কত লাগবে ,আবেদন ফী কত ইত্যাদি বিয়ষয়ে আরো বিস্তারিত জানতে শেষ পর্যন্ত প্রতিবেদন টি পড়ুন।

নিয়োগকারী সংস্থা

Syama Prasad Mukherjee port

পদের নাম

এখানে যে শূন্যপদে নিয়োগ করা হবে সেই পদ তীর নাম হলো GEM EXPERT.

মোট শুন্য পদ

উপরিক্ত চাকরির জন্য মোট ১ টি শূন্যপদ রয়েছে।

বেতন

GEM EXPERT পদে চাকরি পেলে প্রতিমাসে ৭৫০০০/- থেকে ৯০,০০০/-টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা

শ্যামা প্রাসাদ মুখার্জী জাহাজ বন্দর চাকরি আগ্রহী প্রার্থীদের যে কোনো সীকৃত সংস্থান থেকে গ্রাডুয়েশন পাস হয়ে থাকতে হবে তবেই GEM এক্সপার্ট পদে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি

আবেদন করতে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে ইমেইল এর মাধ্যমে। সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদন পত্র নোটিফিকেশন টি ডাউণলোড করে নিতে হবে। আবেদন পত্রটি আলাদা করে নাম ঠিকানা ,বয়স,অবিভাবকের নাম সহ যা যা তথ্য চাইছে সেগুলো নির্ভুল ভাবে পূরণ করে একটি পিডিএফ ফাইল বানিয়ে নির্দিষ্ট ইমেইল আইডি তে পাঠিয়ে দিতে হবে। আরো তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিন।

আবেদন ফী

GEM EXPERT পদে আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফী লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।

নিয়োগ পক্রিয়া

আবেদনের পর এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না। আবেদন পত্র জমা দেয়ার পর নির্দিষ্ট তারিখ এবং সময় ইন্টারভিউয়ের জন্য প্রার্থী কে ডাকা হবে। চাকরি পার্থীকে জানানো হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন টি ভালো করে পরে নির্দিষ্ট টাইম তারিখ দেখে নেওয়ার জন্য।

আবেদনের শেষ তারিখ

০৫ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

প্রয়োজনীয় লিংক

Exit mobile version