বাড়িতে কন্যা সন্তান থাকলেই পেয়ে যাবেন ১০ লক্ষ টাকা, এখুনি এই প্রকল্পে তে আবেদন করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রত্যেক দিন ভারতসরকার কিছু না কিছু জনসাধারণ এর উন্নয়ন এর কাজে প্রকল্প উৎঘাটন করে থাকে। সমাজ এর বিভিন্ন স্তরের মানুষ এতে উপকৃত হন। তেমনি ভারত সরকার কন্যা সন্তান দেড় জন্য একটা প্রকল্প সুনিশ্চিত করেছিলেন কয়েকমাস আগে। প্রকল্পে সুবিধা হলো বাড়িতে যে কোনো পরিবারে কন্যা সন্তান থাকলে এক কালীন ১০ লক্ষ টাকা পাবেন। তবে এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু নিয়মাবলী আছে যেগুলো প্রমান করলেই আপনিও টাকা পাবেন। কিভাবে এই টাকা পাবেন,করা পাবে,কিভাবে আবেদন করতে হবে এবং আরো কিছু বিস্তারিত এই প্রকল্পের বিষয়ে জানে প্রতিবেদন টি শেষ পর্যন্ত পড়ুন।

প্রকল্পের নাম

বেটি পড়াও বেটি বাঁচাও প্রকল্প কে বাস্তবায়িত করার জন্য উপর্রিক্ত যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা।

কারা পাবেন এই সুবিধা

১)ভারত বর্ষের যে কোনো পরিবার যার দুটো কন্যা সন্তান আছে তারা এই প্রকল্পে সহজেই আবেদন করতে পারবেন। দুয়ের বেশি কন্যা সন্তান থাকলেও আবেদন করতে পারবেন শর্ত হতে হবে একের পর দুই বাড়ে যমজ সন্তান হতে হবে।

২)এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হতে গেলে উল্লেখিত সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট থাকতে হবে।

৩)আবেদন কারী প্রার্থীর অর্থাৎ আপনার কন্যা সন্তান এর বয়স ১০বছরের কম হতে হবে।

৪)এই প্রকল্পের আওতায় একাউন্ট খুলতে গেলে পিতা-মাতা কে ভারতের নিবাসী হতে হবে।

সুকন্যা সমৃদ্ধি যোজনার বৈশিষ্ট

১)প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেছেন কন্যা সন্তান এর ভবিষ্যৎ উজ্জ্বল এর জন্য। এই প্রকল্পের আওতায় অভিভাবক কন্যা সন্তার এর জন্য ব্যাংকে সেভিংস একাউন্ট খুলতে পারবে।

২)১০০০ টাকা দিয়ে ব্যাঙ্ক একাউন্ট খুলতে হবে। এবং পতি মাসে ২৫০টাকা করে জমা দিতে হবে ১৫ বছর পর্যন্ত কন্যা সন্তান এর বয়স ২০বছর হলে জমা রাশি টাকা সুদ সমেত ব্যাঙ্ক একাউন্ট থেকে তুলতে পারবেন।

৩)১৫ বছর পর্যন্ত কিস্তি অভিভাবক কে দিয়ে যেতে হবে বাদ্ধতা মূলক। যদি অভিভাবক মনে করেন জমা রাশির টাকা তুলে নেওয়ার কন্যা সন্তান এর উচ্ছা শিক্ষা করানোর জন্য তাহলে জমা রাশির ৫০ শতাংশ টাকা তুলতে পারবেন মেয়ের বয়স ১৮ বছর হলে।

৪)যদি কোনো কিস্তি মাসে ফেল হয় সে ক্ষেত্রে ৫০ টাকা শাস্তি গুনে নেবে ব্যাঙ্ক করতি পক্ষ প্রত্যেক বছর। ১৫ বছর পর্যন্ত জমা রাশি টাকার ওপর ৭.৬ শতাংশ সুদ দেবে সরকার।

৫)এই প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনাকে আয়কর আইন অনুযায়ী কর ছাড়ও দেওয়া হয়। সুকন্যা যোজনার আওতায় এক পরিবারের দুই মেয়ের অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য প্রয়োজনীয় নথি

আপনি যদি সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় আপনার মেয়ের অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনাকে নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হবে যা আপনাকে ব্যাঙ্ক বা ডাকঘরে নিয়ে যেতে হবে। সমস্ত নথি নিম্নরূপ –

১)কন্যা সন্তানের জন্ম শংসাপত্র থাকতে হবে।
২)আধার কার্ড/প্যান কার্ড/পিতামাতার পরিচয়পত্র
৩)ব্যাঙ্ক এবং ডাকঘরের দাবি করা ঠিকানার প্রমাণ নথি।
৪)পাসপোর্ট আকারের ছবি

সুকন্যা সমৃদ্ধি যোজনা 2024 এর অধীনে কীভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন

১) একটি এসএসওয়াই অ্যাকাউন্ট খুলতে, প্রথমে অভিভাবকদের তাদের নিকটতম ব্যাঙ্ক বা ডাকঘরে যেতে হবে। এখন এখান থেকে তাঁদের সুকন্যা সমৃদ্ধি যোজনার আবেদনপত্র নিতে হবে।

২)এখন আপনাকে এই আবেদনপত্রে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য সাবধানে পূরণ করতে হবে।

৩)ফর্মটি পূরণ করার ঠিক পরে, ফর্মের সাথে এতে জিজ্ঞাসা করা সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন।

৪)এই প্রক্রিয়াটি সম্পন্ন করার পরে, আপনাকে ব্যাংক বা পোস্ট অফিসে যেতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে।এইভাবে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় আপনার মেয়ের অ্যাকাউন্ট খুলতে পারেন।

Leave a comment