SSC MTS পদে ৮৩২৬ শূন্যপদে গ্রুপ ড কর্মী নিয়োগ,জানুন আরো বিস্তারিত-SSC MTS Recruitment 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SSC MTS Recruitment 2024: অবশেষে বহু প্রতীক্ষার অবসান হলো চাকরি প্রার্থীদের। SSC ৮৩২৬ শূন্যপদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। নুন্নতম উচ্ছমাধ্যমিক পাস থাকলেই আবেদন করা যাবে। এসএসসি মোট দুটি পদে কর্মী নিয়োগ করবে। দুটি পদের শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন থাকবে। কিভাবে আবেদন করবেন?বেতন কত ?নিয়োগ পক্রিয়া ইত্যাদি বিষয়ে আরো জানতে প্রতিবেদন টি শেষ পর্যন্ত পড়ুন।

নিয়োগকারী সংস্থা

Staff Selection Comission

পদের নাম

SSC মোট দুটি শূন্যপদে কর্মী নিয়োগ করবে একটি MTS ও Havildar পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ

স্টাফ সিলেকশন কমিশন MTS পদে মোট ৪৮৮৭ শূন্যপদ রয়েছে এবং হাবিলদার পদে ৩৪৩৯ টি শূন্যপদ রয়েছে।

বয়সসীমা

উপরুক্ত পদের জন্য নুন্নতম ১৮ বছর এবং সর্বোচ্ছ বয়স হলো ২৮ বছর।

আবেদনের পদ্ধতি

প্রথমে এসএ ওয়েবসাইট এ গিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ইমেইল এ রেজিস্ট্রেশন ID ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রয়োজনীয় তথ্য নির্ভুল ভাবে ফিলউপ করে নিতে হইবে। নিজের ফটো এবং স্বাক্ষর আপলোড করে নিয়ে সাবমিট বটম এ ক্লিক করতে হবে। সাবমিট হওয়ার পর একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।আবেদন শুরু হবে ২৭/০৬/২০২৪ তারিখ থেকে এবং আবেদন চলবে ৩১/০৭/২০২৪ তারিখ পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি

সর্বপ্রথম অনলাইন এ কম্পিউটার বেসড পরীক্ষা দিতে হবে। কম্পিউটার বেসড পরীক্ষা পাস করা প্রার্থীদের যথা সম্মানে মৎস ও হাবিলদার পদে নিয়োগ করা হইবে। বিস্তারিত নিয়োগ পদ্ধতি জানতে অফিসিয়াল নোটিফিকেশন টি ফলো করুন।

প্রয়োজনীয় লিংক

Official Notification :- Click Here

Official Website:- Click Here

Leave a comment