Site icon karmosathi.com

মাধ্যমিক পাশে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ !১২০০ বেশি শুন্য পদ ! বেতন ২০২০০! -Indian Railway Recruitment 2024

যে সমস্ত চাকরি প্রার্থীরা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন মাধ্যমিক পাশে রেলওয়ে ডিপার্টমেন্ট চাকরি করার জন্য তাদের জন্য বিরাট বোরো সুখবর। ১২০০ বেশি শুন্য পদে চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে বলা হয়েছে নুন্নতম মাধ্যমিক পাস হলেই এইসব পদে পারবেন।বেতন কত ,আবেদন কিভাবে করবেন,নিয়োগ পক্রিয়া ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রতিবেদন টি শেষ পর্যন্ত পড়ুন।

নিয়োগ কারী সংস্থা

Indian Railway Recruitment Board

মোট শুন্য পদ

সংশ্লিষ্ট পদের জন্য অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী ১২০২ টি শুন্য পদ রয়েছে।

পদের নাম

সংশ্লিষ্ট পদের জন্য দুটি আলাদা আলাদা পদে নিয়োগ হবে। নিম্নে উল্লেখ করা হলো।

পদের নামশুন্যপদ
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট৮২৭ টি
ট্রেনস ম্যানেজার৩৭৫ টি
মোট শুন্যপদ১২০২টি

বয়স সীমা কী চাওয়া হয়েছে ?

উপরউক্তি পদের আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে নুন্নতম ১৮ বছর এবং উচ্ছতম ৮৪ বছর।SC/ST প্রার্থীদের অতিরিক্ত ০৫ বয়সের ছাড় আছে।

মাসিক মাইনে

দুটি পদেই ভারতীয় রেলের নিয়মানুযায়ী ৫,২০০/- টাকা থেকে ২০,২০০/- টাকা পর্যন্ত মাইনে দেওয়া হবে। সাথে ১,৯০০/- টাকা গ্রেড পে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করতে আগ্রহী প্রার্থীদের যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে। সাথে, I.T.I পাস যোগ্যতা অথবা যেকোন ডিপ্লোমা ডিগ্রী পাশ হতে হবে।

আবেদন পক্রিয়া

সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের এখানে আবেদন জানাতে হবে, সর্বপ্রথম, সংস্থার অফিশিয়াল পোর্টাল থেকে নাম নথিভুক্ত করতে হবে। এরপরে, আবেদনকারীর সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরন করতে হবে। এরপরে, যা যা নথি চেয়েছে, সেইগুলি স্ক্যান করে আপলোড করে দিন। আবেদন ফর্ম টির একটি প্রিন্টআউট বের করে রেখে দিন।

নিয়োগ পক্রিয়া

এখানে তিনটি ধাপের মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের বাছাই করা হবে। প্রথমে, কম্পিউটার বেসড টেস্ট (CBT) নেওয়া হবে।পাস করলে এরপরে, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে ফাইনাল সিলেকশন দেওয়া হবে

গুরুত্বপূর্ণ তারিখ

Official Website:- Click Here
Official Notification :- Click Here
Exit mobile version