Site icon karmosathi.com

মাধ্যমিক পাশে ১/২ বছর বিনামূল্যে পশিক্ষণ দিয়ে সরকারি চাকরি। ICF Recruitment 2024,Apply Online

INTEGRAL COACH FACTORY তে ২০২৪০ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে ১/২ বছর পশিক্ষণ পর সরকারি চাকরি দেয়া হবে। সাত হাজার টাকা করে প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। আগ্রহী চাকরি প্রার্থী নুন্নতম মাধ্যমিক পাস হতে হবে তবেই আবেদন করা যাবে। চাকরি পাবার পর মাসিক বেতন,আবেদন করার পদ্ধতি,নিয়োগ পক্রিয়া,ইত্যাদি বিষয়ে জানতে প্রতিবেদন টি শেষ পর্যন্ত পড়ুন।

নিয়োগকারী সংস্থা

Indian Railway

পদের নাম ও শূন্যপদ

Integral Coach Factory মোট ১০০০ বিভিন্ন শাখায় শূন্য পদ রয়েছে। সেগুলি নিম্নে উল্লেখ্য করা হলো।

পদের নাম শূন্যপদ
Carpenter৯০টি
Electrician২০০টি
Fitter২৬০টি
Machinist৯০টি
Painter৯০টি
Welder২৬০টি
MLT-Radiology৫টি
MLT-Pathology৫টি
PASAA১০টি
মোট শুন্যপদ১,০০০টি

বয়স পক্রিয়া 

উল্লেখিত ওপরের পদ গুলির আবেদন এর জন্য বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছর। অবশ্যই ২১/০৬/২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে। SC/S ছাড় পাবেন ০৫ বছরের এবং OBC ০৩ বছরের ছাড় আছে।

শিক্ষাগত যোগ্যতা

Ex-ITI ক্যাটাগরি জন্য নুন্নতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক বা সমতুল্য পাস। মাধ্যমিক এ সাইন্স ও গণিত থাকতে বাধ্যতামূলক। সংশ্লিষ্ট শাখায় ITI পাস সার্টিফিকেট থাকতে হবে। Freshers ক্যাটাগরি জন্য ITI সার্টিফিকেট থাকার প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস সাথে সাইন্স ও অঙ্ক বিষয় থাকতে হবে এবং নুন্নতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।

ট্রেনিং এর মেয়াদ

ট্রেনিং এর মেয়াদ

Ex-ITI পদগুলির লিস্টট্রেনিং এর মেয়াদ
Fitter, Electrician & Machinist০১ বছর
Carpenter, Painter & Welder০১ বছর
Programming and System Admin. Asst০১ বছর
Freshers পদগুলির লিস্টট্রেনিং এর মেয়াদ
Fitter, Electrician & Machinist০২ বছর
Carpenter, Painter০২ বছর
Welder০১ বছর ৩ মাস
MLT (Radiology & Pathology)০১ বছর ৩ মাস

স্টাইপেন্ড

  1. Freshers –School pass-outs (class 10th) ₹ 6000/- (per month)
  2. Freshers –School pass-outs (class 12th) ₹ 7000/- (per month)
  3. Ex-ITI–National or State certificate holder ₹ 7000/- (per month)

আবেদন পদ্ধতি

আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। পুরো ফর্ম টি নির্ভুল ভাবে ফিলাপ করে নিতে হবে। স্বাক্ষর এবং ফটো আপলোড করে ফাইনাল সাবমিট করতে হবে। ফর্ম তীর একটা প্রিন্ট আউট বের করে নিতে হবে।

আবেদন ফী

SC/ST/PWD/Women প্রার্থীদের কোনপ্রকার ফি দেবার প্রয়োজন নেই, অন্যান্য কাস্টের শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ১০০/- টাকা ফি জমা দিতে হবে।

নিয়োগ পক্রিয়া

সংশ্লিষ্ট শাখায় চাকরি করার জন্য প্রথমে CBT Test দিতে হবে। পাস করলে ইন্টারভিউ দিতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন এ পাস করলেই সরাসরি ট্রেনিং এর জন্য নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু২২শে মে ২০২৪
আবেদনের শেষ তারিখ২১শে জুন ২০২৪

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Exit mobile version