Site icon karmosathi.com

উচ্চ মাধ্যমিক পাশে ১৩০০০ শূন্য পদে অঙ্গনওয়াডি কর্মী নিয়োগ।Anganwadi Recruitment 2024

ইতিমধ্যে রাজ্যে পঞ্চম দফার ভোট শেষ হয়েগেছে। রাজ্যে লোকসভার ভোট মিটতেই অঙ্গনওয়াডি সুপার ভাইজার পদে প্রচুর সংখক কর্মী নিয়োগ হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সামনে জুন মাস শুরুতেই অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। সমস্তটা আগ্রহী চাকরি প্রার্থী দের জানানো হচ্ছে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত খবর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকুনা । বয়স সীমা,বেতন পক্রিয়া,আবেদন পদ্ধতি ,ইত্যাদি বিষয়ে বিশদে জানতে প্রতিবেদন টি শেষ পর্যন্ত পড়ুন।

নিয়োগকারি সংস্থা

Ministry of Women and Child Development

মোট শুন্য পদ

অঙ্গনওয়াডি সুপারভাইজার মোট ১৩০০০ শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

১) অঙ্গনওয়াডি কর্মী
২) মিনি অঙ্গনওয়াডি
৩) আশা সহযোগিতা
৪) নির্বাচন পক্রিয়া

শিক্ষাগত যোগ্যতা

অঙ্গনওয়াডি বিভিন্ন পদে নিয়োগ করার জন্য চাকরি প্রার্থী কে হতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস। অবশ্যই হতে হবে মহিলা।

বয়স সীমা

নুন্নতম বয়স -: ১৮ বছর
সর্বোচ্চ বয়স -: ৪৫ বছর
নিয়োগ ২০২৪ বিধি অনুসারে SC/ST প্রার্থীদের বয়সের ৫ বছরের অতিরিক্ত ছাড়

প্রয়োজনীয় নথি

১) আবেদন কারি মহিলার আঁধার কার্ড

২) ঠিকানা প্রমান পত্র

৩) বর্তমান মোবাইল নম্বর

৪)পাসপোর্ট সাইজ ফটো

৫) বি পি ল কার্ড

৬) জাত সংশা পত্র

৭) বয়দের প্রমান পত্র

আবেদন মূল্য

অঙ্গনওয়াডি বিভিন্ন পদে আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফী লাগবে না।

আবেদন পক্রিয়া

চাকরি প্রার্থী রা সোরাসরি অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। লগইন ID পাসওয়ার্ড দিয়ে পুরো ফর্ম নির্ভুল ভাবে ফিলআপ হলে পাসপোর্ট সাইজ ফটো এবং স্বাক্ষর আপলোড করে সাবমিট বাটন এ ক্লিক করতে হবে। ফর্ম টির প্রিন্ট আউট বের করে নিতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here

Exit mobile version