চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড়ো সুখবর। যে সমস্ত চাকরি প্রার্থী রা ডাটা এন্ট্রি পদে চাকরি করার জন্য পতিক্ষাই ছিলেন তাদের জন্য এই প্রতিবেদন টি অন্তন্ত গুরুত্ব পূর্ণ।পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সমেত,বয়স শিমা,বেতন ইত্যাদি এই প্রতিবেদন এ বিস্তারিত আলোচনা করা হয়েছে। শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ রইলো।
পদের নাম
এখানে প্রধান দুটি পদের নাম হলো Data Entry Operator এবং Accountant পদে নিয়োগ করা হবে।
বয়স সীমা
এই পদের আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের নুন্নতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর এর মধ্যে বয়স হতে হবে।
বেতন পক্রিয়া
Data Entry Operator পদের জন্য মাসিক বেতন হলো ১১০০০/- টাকা এবং Accountant পদের জন্য মাসিক বেতন হলো ১৫০০০/-টাকা।
শিক্ষাগত যোগ্যতা
DM office এ Data Entry পদে চাকরি করার জন্য চাকরি প্রার্থীদের গ্রাডুয়েশন কমপ্লিট থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে।এর পাশাপাশি কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে যোগ্য প্রার্থীদের।
অ্যাকাউন্টেনডেন্ট পদে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে তাহলে এখানে আবেদনযোগ্য। সুবর্ণ সুযোগ রয়েছে ডিএম অফিসে চাকরি করার জন্য।
নিয়োগ প্রক্রিয়া
DM Office এ চাকরি করার জন্য প্রথমে তিনটি ধাপে নিয়োগ করা হবে নিন্মে উল্লেখ করা হলো
১) সর্বপ্রথম লিখিত পরীক্ষা ৫০ নম্বরের হবে।
২) লিখিত পরীক্ষায় পাশ করার পরে কম্পিউটার টেস্ট ৪০ নম্বরের হবে।
৩) সর্বশেষে দুটি পরীক্ষায় পাশ করার যোগ্য প্রার্থীদের ১০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।
৪) যে সমস্ত প্রার্থী ইন্টারভিউ সিলেক্ট হয়ে যাবে তাদের সরাসরি কাজে নিযুক্ত করা হবে পদ অনুযায়ী।
আবেদন পদ্ধতি
চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম টি ডউনলোড করতে হবে। নির্ভুল ভাবে সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে হবে এবং তার সাথে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে একটি খামে ভোরে সময়ের আগে সঠিক ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ
আগামী ৮ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদনপত্র ঠিকানায় পৌঁছে দিতে পারবেন সরাসরি।
প্রয়োজনীয় লিংক
Official Website :- Click Here
Official Notification:- Click Here