Site icon karmosathi.com

প্রধান মন্ত্রীর এই প্রকল্পে আবেদন করলেই পাবেন বিনামূল্যে ৩৬০০ ইউনিট বিদ্যুত ,সেই সঙ্গে ১৫০০ টাকা…..

প্রধান মন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি প্রকল্পের আওতায় আবেদন করলেই পাবেন ৩৬০০ ইউনিট বিদ্যুৎ বিল বিনামূল্যে। সেই সঙ্গে নগদ ১৫০০০ টাকা সরাসরি পরিবারের ব্যাঙ্ক একাউন্ট জমা হবে।

প্রধান মন্ত্রী সূর্য ঘর যোজনা :মুফত বিজলি প্রকল্পের এক অধিবেশন ছিল কেন্দ্রীয় মন্ত্রী সভায়। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন,প্রকল্পের জন্য প্রাথমিক ভাবে ৭৫০২১ মোট বরাদ্দ করা হয়েছে।এই প্রকল্পের আওতায় প্রতিমাসে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুত পাবে এক কোটি পরিবার। শুধু তাই নাই ৩০০ ইউনিট এর বেশি বিদ্যুৎ খরচ করলে মিলবে টাকা। সেই টাকা সরাসরি পরিবারের ব্যাঙ্ক একাউন্ট এ জমা করা হবে।

সোলার প্লান্ট কেনার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করবে কেন্দ্র সরকার

১.এক কিলোওয়াট সোলার প্লান্ট এর বাজার মূল্য ৩০০০০ টাকা,সেটার ৬০ শতাংশ ভূর্তুকি প্রদান করবে কেন্দ্র। তারপরে যদি সোলার প্লান্ট এর পাওয়ার ২ থেকে ৩ কিলোওয়াট বাড়ানো হয় তাহেল সেটার যা দাম হবে তার ওপর ৮০ শতাংশ ভূর্তুকি মিলবে।

২.কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন বাকি অর্থের ক্ষেত্রেও কম সুদে ঋণ বন্দোবস্ত করে দেয় হবে। রেপ রেটের থেকে সর্বাধিক ০.৫ শতাংশের বেশি সুদ দিতে পারবে ব্যাঙ্ক গুলি।

সোলার প্লান্ট লাগাবেন কি ভাবে?এই সুবিধা করা করা পাবেন ?

প্রধান মন্ত্রী সূর্য ঘর প্রকল্পের আওতায় সুবিধা পাৰ জন্য pmsuryoghar.gov,in এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ যাদের বাড়ির ছাদের জায়গা পর্যাপ্ত আছে তারা আবেদন করতে পারবেন। সরকারি কর্মীরা বাড়িতে এসে পর্যবেক্ষন করে বাড়িতে মিটার বসিয়ে দিয়ে যাবে বলে জানিয়েছেন।

সাধারণ মানুষের কি সুবিধা হবে ?

কেন্দ্রীয় মন্ত্রী সুশান্ত ঠাকুর জ্যাম জানিয়েছেন ,এই প্রকল্পে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেনই এমনকি ২ থেকে ৩ কিলোওয়াট এর বেশি সোলার প্লান্ট বসলে বাড়তি যে ৩০০ কিলোওয়াট এর বেশি বিদ্যুৎ তৈরী হবে সেটা কিনে নেবে আমাদের ডিসকোম। তিনি আরো জানিয়েছেন,সেই বিদ্যুৎ এর টাকার পরিমান ব্যাঙ্ক একাউন্ট এ জমা হবে। পতি রাজ্যে ডিসকোম আছে ডাকুম এর মাধম্মে গোটা দেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। প্লান্ট বসানোর ফলেও প্রচুর কর্ম সংস্থান তৈরী হবে।

প্রকল্পের ফলে পরিবারের কত টাকা লাভ হবে ?

প্রতিমাসে যে বিদ্যুৎ তৈরী হবে সেটা ডিসকোম কিনে নেবে এবং সেটির টাকা সরাসরি ব্যাঙ্ক একাউন্ট এ জমা হবে। অতিরিক্ত বিদ্যুৎ এর টাকার পরিমান মিটার মাধ্যমে হিসেবে হবে। ধরুন অতিরিক্ত মাসে ১৮৭৫ টাকার বিদ্যুৎ বিক্রি হয় ব্যাংকার ঋণের পরিমান ৬১০ টাকা বাদ দিলে ১২৬৫ টাকার লাভ হবে। র বিনা মূল্যে যে ৭২০০ টাকা বাচবে।

Exit mobile version